December 22, 2024, 9:08 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
হাইকোর্টের নির্দেশ মোতাবেক অবৈধ যান নসিমন-করিমন, আলমসাধু, থ্রি হুইলার, ইজিবাইক বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আজ সোমবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ যান আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ। কিন্তু চুয়াডাঙ্গা জেলার পাঁচটি আঞ্চলিক মহাসড়কে শ্যালোইঞ্জিনচালিতএসব যানসহ , ইজিবাইক ও ব্যাটারিচালিত পাখিভ্যান অবাধে চলাচল করছে। এসব অবৈধ যানবাহনের বেপরোয়া গতিতে চলাচলের কারণে গত ১০ বছরে এ জেলায় ছয় শতাধিক মানুষ নিহত ও আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গত ৩১ আগষ্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেয়া হয়েছে। তাতে ৩ সেপ্টেম্বরের মধ্যে এসব অবৈধ যান বন্ধের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে অনুরোধ করা হয়। কিন্তু তাতে কোন ফলাফল না হওয়ায় আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু জানান, সড়কে অবৈধ যান বন্ধের দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরিন পাঁচটি ও খুলনা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা করা হলো। ১২ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনাসহ সারাদেশের সাথে সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। একই দাবিতে আগামীকাল শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দার, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু কালামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply