December 22, 2024, 7:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪৫ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার — দশমিক — শতাংশ।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ০৪ জন।’
তিনি আরও বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
বর্তমানে হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন ৭২১ জন।
এর আগের ২৪ ঘন্টায় ১৭২টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৪ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৭৩৬ জন।
Leave a Reply