December 30, 2024, 11:19 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেসরকারী সংন্থা ফেয়ারের সাধারণ সভা ও নির্বাহী পরিষদ গঠন উপলক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেয়ারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান সামসুন নাহার সিমুর সভাপত্বিতে অনুষ্ঠিত সাধারণ সভায় গত সভার রেজুলেশন, বার্ষিক কর্মসূচি প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার সদস্যসচিব ও পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। পরিষদের সদস্যবৃন্দ চলতি আর্থিক বছরের বাজেট, কর্মপরিকল্পনা অনুমোদন করেন এবং আগামী বছরর জন্য অডিটর নিয়োগ প্রদান করেন। সভায় বক্তব্য উপস্থাপন করেন সম্মানিত সদস্য প্রফেসর ড. সেলিম তোহা, অ্যাড. মঞ্জুরী বেগম, জেব-উন নিসা সবুজ, মো: ওবাইদুর রহমান, ড. আমানুর রহমান আমান, মো: জামিরুল ইসলাম, অনন্ত কুমার দাস প্রমুখ।
সভা শেষে ফেয়ার এর প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মো: নজরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ২০২১-২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করেন। নির্বাচিত সদস্যরা হলেন, ১) অ্যাড. মঞ্জুরী বেগম, চেয়ারম্যান, ২) তাজনিহার বেগম, ভাইস-চেয়ারম্যান, ৩) মো: ওবাইদুর রহমান, ভাইস-চেয়ারম্যান, ৪) কাজী রফিকুর রহমান, অর্থ-সচিব, ৫) প্রফেসর ড. সেলিম তোহা, নির্বাহী সদস্য, ৬) বঙ্কিম চন্দ্র দেবনাথ, নির্বাহী সদস্য, ৭) আক্তারী সুলতানা, নির্বাহী সদস্য, ৮) সাবিনা আক্তার, নির্বাহী সদস্য, ৯) দেওয়ান আখতারুজ্জামান, সদস্যসচিব।
Leave a Reply