December 22, 2024, 2:03 pm
কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। কুষ্টিয়া সদর উপজেলার হরিনায়ানপুরে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকরা হলেন হান্নান (৩০) ও ( শাকিল(২০)। তাদের বাড়ি হরিনায়ানপুর বাজার সংলগ্ন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হান্নান ও শাকিল হরিনায়ানপুরের আবু বকর কসাইয়ের বাড়িতে নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে যান। প্রথমে শাকিল ট্যাংকের মধ্যে নামেন। কিছুক্ষন পর তার কোন সাড়া না পেয়ে হান্নান এগিয়ে যান।
তিনি শাকিলের নাম ধরে কয়েক দফা ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনিও ট্যাংকের মধ্যে নেমে পড়েন।
ইসলামী বিশ্ববিদ্যালেয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান ট্যাংকের মধ্যেই তাদের মৃত্যু ঘটে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
কোন মামলা হয়নি।
Leave a Reply