December 22, 2024, 12:57 pm
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ৭ মৃত্যু, শনাক্ত ২৯৭ জন
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৭ জন। এর আগের ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩০০ জনের।
৭৬ দিনের মধ্যে বিভাগে করোনায় এক দিনে এটাই সর্বনিম্ন মৃত্যু।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য দফতর এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ দুইজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। এ ছাড়া নড়াইল, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
এ বিভাগের করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৮১৭ জনের শনাক্ত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হিসাবে দেখা যায়, বিভাগের ১০ জেলায় করোনা রোগী ৯ হাজার ৮৮৫ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫৩ জন। সর্বশেষ ২০ জুন হাসপাতাল ও বাসায় মিলে ৯ হাজার ৮৮৭ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৮১৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫৮০ জন। গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ২ হাজার ১২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৯৬। গতকালের চেয়ে ১৪২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৯৭১ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৯।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৬১। মৃত্যুর হার ২ দশমিক ৭৫। করোনায় মারা যাওয়া সর্বশেষ সাতজনের মধ্যে খুলনা ও কুষ্টিয়ার দুজন করে এবং মেহেরপুর, মাগুরা ও নড়াইলের একজন করে রয়েছেন। বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৫০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনার বাসিন্দা আছেন ৬৫ জন। এ ছাড়া ঝিনাইদহে ৩০ জন, কুষ্টিয়ায় ৫৪, যশোরে ৪২, বাগেরহাটে ২১, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১০ জন, নড়াইলে ১৭, মাগুরায় ২৯ ও সাতক্ষীরায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা থেকে আরও পড়ুন
Leave a Reply