December 22, 2024, 8:35 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া পৌরসভার পশ্চিমে পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ ও এম আর এস তেল পাম্প। তার পাশ দিয়ে ্একটি রাস্ত আছে। স্থানীয়রা বলছেন কুষ্টিয়া পৌরসভার ঠিক পিছনেই অবস্থিত এ সড়কটিতে দেড় যুগ কোনো সংস্কার কাজ হয়নি। শুধু তাই নই অভিযোগ উঠেছে ড্রেন ব্যাবস্থাপনা নিয়েও। একটু বৃষ্টি হলেই এই সড়কটি আর সড়ক থাকে না হয়ে উঠে লম্বা একটি পানি ডোবা খাল। তবে নৌকা চলতে দেখা যায়নি এখনও।
সড়কের বাসিন্দারা চরম দূর্ভোগে হ্মোভ প্রকাশ করেছেন। এমন অবস্থায় সড়কের বাসিন্দারা এমনকি কয়েকদিন বাইরে বের হতে পারে না। অপেক্ষা করতে হয় কবে সড়ক থেকে পানি নামবে। এই সময়টিতে মশা-মাছি পোকা-মাকড়ের রাজত্ব শুরু হয়। আক্রমণে দিশেহারা হয়ে উঠেন তারা। অধিকাংশ ঘরে দিন-রাত মশারি টানিয়ে রাখতে হয়।
প্রথম শ্রেণীর এই পৌরসভার ঠিক লাগোয়া এ রকম একটি সড়কের এ হাল ক্ষুব্ধ করে তুলেছে এলাকাবাসীর। তারা জানান ধার্য কর প্রদানে তারা বিন্দুমাত্র কার্পণ্য করেন না। কিন্তু নাগরিক সেবার এ হাল হবে কেন।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান পৌরসভার পিছনের রাস্তাটি জলাবদ্ধতা দূর করার জন্য ইতিমধ্যেই ড্রেনের কাজ শুরু করা হয়েছে। ১৪০ মিটার ড্রেনের কাজ শে ও হয়েছে। রাস্তাটির আর সি সি নির্মাণ কাজের জন্য অনুমোদন দেয়া হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে অতি শীঘ্রই রাস্তার কাজ করার জন্য।
Leave a Reply