December 22, 2024, 8:13 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯৯ টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫৬ শতাংশ।
এর আগের কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ ছিল ও ৪ জনের ছিল উপসর্গ। একই সময়ে ২২৬ টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৪৪ শতাংশ।
রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২১৫ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১৪০ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৭২৫ জন।
গত ২৪ ঘন্টায় শনাক্ত ১০২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪০ জন, কুমারখালীতে ৮ জন, দৌলতপুরে ১৩ জন, ভেড়ামারায় ১০ জন, মিরপুরে ২৬ জন ও খোকস উপজেলায় ২ জন শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবোর্চ্চ কুষ্টিয়া সদর উপজেলায়। এখানে অদ্যাবধি ৮১১৫ জন। অন্যদিকে সব থেকে কম শনাক্ত হয়েছে খোকসা উপজেলায় ৯২৮ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছেন ৭০৬ জন।
Leave a Reply