হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনার আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে গত জুলাই মাসের করোনার উদ্যোগটি থেকে আগস্ট মাসে উপজেলায় করোনার আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই নিম্ন দিকে ধাবিত হচ্ছে।
বুধবার (১৮ আগষ্ট) নতুন করোনায় ৯ জন সহ মোট আক্রান্ত ৯১৯ জন।
এ পর্যন্ত উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য পাঠানো হয়েছে ৩ হাজার৩৯১ টি। এদের মধ্যে ২ হাজার ৯৮৪ টি নমুনা পরীক্ষা করে ৯১৯ জন করোনা সনাক্ত হয়।
বুধবার ১৫ জন সহ মোট ৬২২ জন করোনা রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরেগেছেন। বর্তমানে উপজেলায় মোট আক্রান্ত রুগী আইসোলেশনে আছে ২৬৩ জন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৩৪ জন।
এদিকে উপজেলার করোনা মহামারীর প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা কল্পে সরকারের দেওয়া টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, টিকা কার্যক্রমের বৃহস্পতিবারের দিন ৬৪০ জন কে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, উপজেলার সকল কেই করোনার টিকার আওতায় আনা হবে।
অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণের প্রতি ভ্রাম্যমান আদালতে জরিমানা পরিবর্তে মাস্ক বিতরণ করা হয়েছে।
Leave a Reply