December 23, 2024, 1:55 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২২ জনের।
এর আগের ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪২৩ জনের।
বুধবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে যশোরে। এছাড়া খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬২৬ জনের।
গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে খুলনায় ১৩১ জন। একই সময়ে শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় ৭৬ জন, বাগেরহাটে ১৬ জন, যশোরে ৭৩ জন, সাতক্ষীরায় ৩০, চুয়াডাঙ্গায় ২০ জন, মেহেরপুরে ১২ জন, মাগুরায় ১৫ জন. নড়াইলে ১২ জন ও ঝিনাইদহে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৭৮ জন ।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৩২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৮৯ জনের। এ ছাড়া যশোরে ৪৩৬, ঝিনাইদহে ২৪৮, চুয়াডাঙ্গায় ১৮২, মেহেরপুরে ১৭৪, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১০৮, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় এবং আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৪৪ জন।
Leave a Reply