December 23, 2024, 1:49 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে বোমা তৈরীর কারিগর আবু বকর সিদ্দিকী ও ত্রা স্ত্রী মধুবালা আহত হয়েছে। পুলিশ আহত স্বামী-স্ত্রী সহ আরও তিনজনকে আটক করেছে। এদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে দৌলদপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান বিষ্ফোরণে আহত ও যারা গ্রেফতার হয়েছে সবাই সীমান্তে চোরাকারবারীর সাথে জড়িত।
ওসি জানান আবু বকরের বাসার গোপন কুঠুরিতে বোমা তৈরি কাজ চলছিল। বকরের স্ত্রীও সেখানে ছিলেন। এ সময় হঠাৎই একটি বোমা বিস্ফোরিত হয়। বিষ্ফোরণে ঐ ঘরের টিনের চালা উড়ে যায়। আহত হন বকর তার স্ত্রী মধুবালা। বিষ্ফোরণে বকরের দু’পা ও দু হাতের মাংস মাংস উড়ে গেছে। তার স্ত্রী মধুবালার বাম হাত ও ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থল থেকে অদুরেই ছিলের প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল। তিনি জানান বিষ্ফোরণে প্রচন্ড শব্দ হয়। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। তিনি জানান বকর একটি চোরকারবারী দলের সক্রিয় সদস্য। এসব বোমা সীমান্তে চোরকারবারী করার সময় ব্যবহৃত হয়।
এদিকে ঘটনার পরপরই পুলিশ বকর ও তার স্ত্রী মধুবালাকে জিজ্ঞাসাবাদ করে ঐ চক্রের সন্ধান পায়। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হলেন, একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে প্রাগপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।
ওসি জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসধীন বকর ও তার স্ত্রীকে কুষ্টিয়া সিআইডির একটি দলও জিজ্ঞাসাবাদ করেছে। তাদেরকে গ্রেফতার দেকানো হবে বলে ওসি নাসির উদ্দিন জানান।
Leave a Reply