December 22, 2024, 4:52 pm
মীর রিসান।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলীর কৃতি সন্তান আলিউল কবির।২০১৭ সালে ইনোভেটিভ আইটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন।আইসিটি ডিভিশনের মাস্টার ট্রেইনার হিসেবে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ২০২০ এর আওতায়।কুষ্টিয়া,ঝিনাইদহ, নড়াইল ও মুন্সিগঞ্জে দুইশত জনকে ফ্রিল্যান্সিং প্রশিহ্মণ দান করেন।শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিহ্মণ কেন্দ্র সহ বাংলাদেশের প্রতিটি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিল্যান্সিং প্রশিহ্মক অতিথি হিসেবে প্রশিহ্মণ দেন।বর্তমানে ইনোভেটিভ আইটি প্রতিষ্ঠানের স্বতাধিকারী আলিউল কবির একশত জন শিহ্মার্থীকে তার প্রতিষ্ঠানে ট্রেনিং করাচ্ছেন এবং ভার্চুয়াল ক্লাসে পাঁচশত জনকে প্রশিহ্মণ দিচ্ছেন এবং মুজিব শতবর্ষ উপলহ্মে একশত জনকে ফ্রি প্রশিহ্মণ দিচ্ছেন।ইনোভেটিভ আইটি প্রতিষ্ঠানে রয়েছে প্রতিবন্দিদের জন্য ফ্রি প্রশিহ্মণ ব্যবস্থা।এবং বেকার মহিলাদের জন্যেও রয়েছে ফ্রি প্রশিহ্মণ ব্যবস্থা।শুধু তাই নই সামাজিক দায়বদ্ধতা থেকেও আলিউল কবির বন্যা দূর্গত এলাকায় মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন।করোনাকালীন সময়ে ত্রাণ সহায়তা, সবুজ বনায়নের লহ্ম্যে বৃহ্মরোপণ কর্মসূচী পালন করে চলেছেন। এ বিষয়ে আলিউল কবির জানান দেশ এবং বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে এ যাবত চল্লিশ হাজার এর অধিক ইউ এস ডলার উপার্জন করেছি।বর্তমানে বেকারত্ব দূর করতে আমি কাজ করে চলেছি।পাঁচশত জনকে এরই মধ্যে স্বাবলম্বী করেছি।বর্তমানে সব মিলিয়ে দুই হাজার জনকে প্রশিহ্মণ দিচ্ছি।বিষয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের ফ্রিল্যান্সার অনিক হাসান জানান।আলিউল কবির স্যারের সহযোগিতায় ফ্রিল্যান্সিং শিখেছি বর্তমানে আইটি যোন নামে একটি প্রশিহ্মণ কেন্দ্র শুরু করেছি।কুষ্টিয়া শহরের তরুণ ফ্রিল্যান্সার মোস্তাফিজুর রহমান বলেন।ছাত্রদের জন্য পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং একটি বড় আয়ের উৎস।এ বিষয়ে নেটিজেনরা বলেন ফ্রিল্যান্সিং এর উপর সরকার প্রধানের নজর দেওয়া দরকার এবং সঠিক নার্সিং করার মাধ্যমে উদ্দোক্তাদের সহযোগিতা করা দরকার।
Leave a Reply