December 23, 2024, 12:12 am
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
অর্থনীতি সচল রাখতে ও রমজানের কারণে জেলা ভিত্তিক ক্ষুদ্র শিল্প ও কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা ছুটি ১৫ই মে পর্যন্ত বৃদ্ধি করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা যেন সুরক্ষিত থাকে, মানুষকে একেবারে ঘরে বন্দি না করে সীমিত অবস্থায় জরুরি কিছু কিছু কাজ চলতে হবে। যাতে মানুষের কষ্ট না হয়। ঈদের আগে যদিও বড় জমায়েত করা যাবে না। সবাইকে যার যার মতো দূরত্ব বজায় রেখে চলতে হবে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, করোনার কারণে সারা বিশ্বে অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাবে দেশের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি আমাদের লক্ষ্য। বিশ্ব সংস্থার নির্দেশনা অনুসারে সব ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। ছয় হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। ইতোমধ্যে ৫ হাজার নিয়োগ হয়েছে। করোনার সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী
Leave a Reply