December 22, 2024, 2:04 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৯১ টি নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত ছিলেন ও ১ জনের উপসর্গছিল। একই সময়ে ৪৫৭ টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০১ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১৮৮ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৩ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৬৮৫ জন।
Leave a Reply