December 22, 2024, 6:12 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটার ডেস্ক//
নতুন করে আরো ৬৮৮ জন যোগ হলো চলমান করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। একদিনে এই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে এ মহামারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ এ সময়ে ৬ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪টি।
গেল ২৪ ঘণ্টায় ১৪৭ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি। এ নিয়ে পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন এক হাজার ২০৯ জন।
Leave a Reply