December 23, 2024, 6:06 am
আব্দুল আলিম ভেড়ামারা //
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সদস্যদের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ফারাকপুরে আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন বুলবুল রোববার দুপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ. আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের ভাইস চেযারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়ল খসরুজ্জামান ফারুক, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিরর ফিরোজ আলী মৃধা, আলহাজ্ব মকবুল হোসেন ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক প্রমুখ।
ভেড়ামারার আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন বুলবুল বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বড় আকারে না করে ১৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১টি করে ছাগল প্রদান করি। এই ভাবে সবাই এগিয়ে আসলে বঙ্গবন্ধু’র সোনার বাংলায় কেউ আর গরীব থাকবে না।
Leave a Reply