December 22, 2024, 7:43 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলা আওতাধীন ১৭ নং ওয়ার্ড এলাকা মাদকমুক্ত রাখতে।এবং তরুণ যুব সমাজকে এগিয়ে নিতে মীর বংশ বদ্ধ পরিকর। আজ শুক্রবার এরই ধারাবাহিকতাই কুষ্টিয়া সুগার মিলস এর সভাপতি মীর ফারুক হোসেন এর সভাপতিত্বে এবং মীর সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মীর যুব একাদশ এবং মীর তরুণ একাদশ ফুটবল টূর্ণামেন্ট।
এসময় বক্তারা বলেন তরুণ এবং যুবকদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।আমরা আশা করি সকলের সম্মেলিত প্রচেষ্টায় আমাদের এই মহতি উদ্দোগ চলমান থাকবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ সোহেল রানা,মীর মজিদ হোসেন,মীর মূসা মাহমুদ, ঢিপু মাহমুদ প্রমুখ।ফুটবল টূর্ণামেন্ট মীর যুব একাদশে অধিনায়কত্ব করেন সাবেক ছাত্রলীগ নেতা মীর রিজভী ধ্রুব এবং তরুণ একাদশে অধিনায়কত্ব করেন।১৭ নং ওয়ার্ড সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মীর রিসান।
Leave a Reply