December 23, 2024, 10:17 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। মোট ৩ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা হয় এবং করোনা পজিটিভ শনাক্ত হয় ৬৪০ জন।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ২৫ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয়েছিল ৭৫৭ জন।
বুধবার (১১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে পাঁচজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়।
সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭২৬ জন। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৬ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৩৮৮ জনের। মারা গেছেন ৬৯২ জন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৫৯ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬১১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯৫ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২১২ জনের এবং মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫২ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ১১২ জন। মোট মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৯৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৮৭ জনের। মোট মারা গেছেন ১০০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭২ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৪৪ জনের। মোট মারা গেছেন ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৩ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩১১ জনের। মোট মারা গেছেন ২৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৫৮ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৯৪ জনের। মোট মারা গেছেন ৬৫০ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৬২ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪১৫ জনের। মোট মারা গেছেন ১৮০ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৩৫ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৩২৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৪৭ জন।
Leave a Reply