December 22, 2024, 7:22 pm
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্য উদভ্রান্তের প্রলাপ।
রিজভীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমি রিজভী আহমেদের বক্তব্য গতকাল দেখেছি। রিজভী আহমেদ অসুস্থ ছিলেন, তিনি আরোগ্য লাভ করেছেন। এজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে, তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন। তবে তিনি যেভাবে বক্তব্য রাখছেন, এগুলো আমার কাছে উদভ্রান্তের প্রলাপের মতো মনে হয়। এই মহাদুর্যোগের সময় আসলে রিজভী আহমেদসহ বিএনপি নেতারা ফটোসেশন, বিষোদগার এবং মিথ্যাচারের রাজনীতি নিয়েই ব্যস্ত।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা যাই বলুক না কেন, আজকে এই বিশ্ব করোনো পরিস্থিতিতে এই মহাদুর্যোগের সময়, এই মহামারির সময় প্রধানমন্ত্রী যেভাবে এই দুর্যোগ মোকাবিলা করছেন। সেটি আজ বিশ্বসম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ফোর্বস ম্যাগাজিন এমনকি ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন প্রধানমন্ত্রীর এই নেতৃত্বের প্রশংসা করেছে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নেতারা প্রশংসা করার সংস্কৃতিটা লালন করেনা, এটা অত্যন্ত দুঃখজনক।
Leave a Reply