December 23, 2024, 1:14 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪২৮ জন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬২৯। একই সময়ে আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন এই দুই প্রক্রিয়ায় ১ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭০ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে করোনায় ৩৬ জনের মৃত্যু এবং ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্ব্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে যথাক্রমে কুষ্টিয়া ও যশোরে। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, মেহেরপুরে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
বিভাগের জেলাভিত্তিক বিবরণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৮০ জনের। মারা গেছেন ৬৭৫ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭০১ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৩৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৭৮ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১১৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২ জন। মোট মারা গেছেন ৩৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫১৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জনের। মোট মারা গেছেন ৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৭ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৮ জনের। মোট মারা গেছেন ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১১৮ জনের। মোট মারা গেছেন ২২৪ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৯৮ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৯৩ জনের। মোট মারা গেছেন ৬১৮ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ১৪০ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৭৬ জন। মোট মারা গেছেন ১৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬৫ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ১৮৩। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৪০২ জন।
এ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।
Leave a Reply