December 23, 2024, 12:23 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৬১ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে বিভাগের করোনা অধ্যুষিত অন্যতম জেলা কুষ্টিয়ায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৩৪ জনের মৃত্যু ও ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শুক্রবার (৬ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্বা¯’্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে ৪ জন; বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬৯০ জনের। মারা গেছেন ৬৬৬ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩২৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩০ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭৬০ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৫৬৭ জন। মোট মারা গেছেন ৩৭৯ জন এবং সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ১৮৩ জন।
নড়াইলে এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৬৭ জনের। মোট মারা গেছেন ৯৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৯৭ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৯ জনের। মোট মারা গেছেন ৭৬ জন এবং সু্স্থ্য’ হয়েছেন ২ হাজার ২০৯ জন।
ঝিনাইদহে এক দিনে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৩ জন। মোট মারা গেছেন ২২৩ জন এবং সুস্থ্য হয়েছেন ৫ হাজার ১৯৮ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১৮ জনের। মোট মারা গেছেন ৬০৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৯৬৭ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৬৭ জন। মোট মারা গেছেন ১৭২ জন এবং সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩৯৯ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪৯। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন এবং সু¯’ হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। অদ্যাবধি বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৯০ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭৬ হাজার ৩৫৪ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সস্থ্য’তার হার প্রায় ৭৮ শতাংশ।
Leave a Reply