December 22, 2024, 3:28 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
মাত্র ৫৩ বছর বয়সে ভারতীয় চলচ্চিত্র জগতের এক অধ্যায়ে ইতি টেনে পরলোক গমন করেছেন ইরফান খান। মৃত্যুতে শোক, শ্রদ্ধা অব্যাহত রয়েছে। এই কিংবদন্তী শিল্পীকে অভিনবভাবে শ্রদ্ধার্ঘ্য জানাতে মুম্বইয়ের রাস্তায় নেমেছেন বলিউড আর্ট প্রজেক্টের এক শিল্পী।
করোনার কারনে চলছে লকডাউন। কড়া নির্দেশ রাস্তায় না বেরুতে। যার জন্যে প্রিয় শিল্পীর প্রয়াণের পর শেষবারের জন্য তাঁকে দেখতেও পাননি অনুরাগীরা। যে আক্ষেপ ইরফানের বন্ধুবান্ধব তথা ঘনিষ্ঠ মহলের তরফে বারবার শোনা গিয়েছে। যে অভিনেতার শেষযাত্রায় কাতারে কাতারে মানুষের ঢল নামার কথা ছিল, তিনি কিনা এভাবে নির্জনেই চলে গেলেন। দেশে লকডাউন চলছে বটে, কিন্তু মানুষের আবেগ-অনুভূতিতে তো আর লকডাউন জারি হয়নি! আর তাই এই কঠিন পরিস্থিতির মাঝেই বান্দ্রার বরোদা রোডে শিল্পীর ছবি আঁকা হল এক বিশাল দেওয়াল জুড়ে। পরিচালক রীতেশ বাত্রার ‘দ্য লাঞ্চবক্স’ ছবিতে ইরফান বাস্তবে যে মানুষটির চরিত্রে অভিনয় করেছিলেন, সাজন ফার্নান্ডেজ, তাঁর বাড়িও বান্দ্রার এই বরোদা রোডেই। ফার্নান্ডেজের বাড়ির প্রায় কয়েক শো মিটারের মধ্যেই আঁকা হয়েছে এই ওয়াল ম্যুরালটি।
বলিউড আর্ট প্রজেক্টের স্রষ্টা, শিল্পী এবং কমিউনিকেশন ডিজাইনার রনজিৎ দাহিয়ার মন্তব্য, “ইরফান আমার খুব প্রিয় অভিনেতা ছিলেন। তাই মনে হল এমন একজন কিংবদন্তী অভিনেতাকে যে কোনও ভাবেই হোক শ্রদ্ধা জানানো উচিত।”
Leave a Reply