October 30, 2024, 10:16 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার বাগোয়ান এলাকার মোস্তফার ছেলে শিশির (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভলের মেয়ে মেহেরনিগার (৩০)।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, দুপুরে ভেড়ামারা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। মিরপুর উপজেলার আটমাইল এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে পাঁচ অটোযাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশির ও নিগারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply