December 22, 2024, 7:44 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার ট্রিলারের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মাসুমা খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন
তার ছেলে জাহাঙ্গীর আলম।
আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুমা খাতুন সদর উপজেলার নওদাগা গ্রামের ইজাজুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে উথলী গ্রামের ধুন্দু মিয়ার বাড়ির সামনে জাহাঙ্গীরের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি পাওয়ার ট্রিলার। এতে তার মা মাসুমা খাতুন মোটরসাইকেলের পিছন থেকে পাঁকা সড়কের উপর ছিটকে পড়েন। আহত হন ছেলে জাহাঙ্গীরও। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান মাসুমা খাতুন। নিহতের মরদেহ গ্রামের বাড়ি নওদাগায় নিয়েছেন স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জাহাঙ্গীর।
নিহত মাসুমা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম জানান, বিকেলে নওদাগা গ্রামের নিজ বাড়ি থেকে তার মাকে মোটরসাইকেলযোগে নানা বাড়ি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply