December 22, 2024, 8:20 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় স্বামীর নির্মম নির্যাতনে নাজমা খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী শিপন আলীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী নাজমা খাতুনকে নির্যাতন করে আসছিলেন স্বামী শিপন আলী। গত কয়েকদিন আগে শিপন আলী তার স্ত্রী নাজমা খাতুনকে বেধড়ক মারপিট করেন। এতে গুরুতর আহত হন নাজমা। তারপর থেকে বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে। অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে নাজমা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। পরে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নাজমা খাতুনের স্বামীর বাড়ির লোকজন বিষয়টি গোপন রেখে মরদেহ বাড়িতে নেয়ার চেষ্টা করে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত নাজমা খাতুনের শরীরে মারধরের আলামত দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশের জেরার মুখে মারধরের কথা স্বীকার করে তারা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উঠান থেকে পড়ে গিয়েছে বলে নাজমা খাতুনকে ভর্তি করে তার স্বামী শিপন আলী। মঙ্গলবার রাত ২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় অভিযুক্ত শিপন আলীকে আটক করা হয়। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply