December 22, 2024, 7:47 pm
ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া//
চলমান সাধারণ ছুটির মেয়াদ আরও দশ দিন বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে কাল বা সোমবার ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।
সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়। এছাড়া, গত ১০ এপ্রিলের আদেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও ১৭ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply