December 22, 2024, 11:50 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করলেন কুষ্টিয়ার তরুণ আলোকচিত্রী মোঃ জহির উদ্দিন আনন্দ ।
WPPB (Wedding & Portrait Photographers of Bangladesh) আয়োজিত বাংলাদেশের ওয়েডিং ফটোগ্রাফারদের জন্য সবচেয়ে সম্মানজনক প্রতিযোগীতা WPPB IOPC 2020 1st Half এ ১৪ টি ক্যাটাগরীতে ৪২ টি ছবিকে পুরস্কৃত ঘোষণা করা হয়েছে ।
তার মধ্যে ৬টি ক্যাটাগরীতে ১৪ টি ছবি জমা দিয়েছিলেন মোঃ জহির উদ্দিন আনন্দ তার মধ্যে ৩টি ক্যাটাগরিতে দুইটাতে প্রথম এবং একটিতে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি । এইটা আমাদের কুষ্টিয়ার জন্য অনেক গর্বের বিষয় । তিনি বিগত ৫ বছর কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে ওয়েডিং ফটোগ্রাফি করছেন । তিনি (বি এস সি)সম্পূর্ণ করেছেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে ।
আলোকচিত্রী আনন্দ বলেন , ফটোগ্রাফি প্রথম দিক থেকে আমার মা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন ,এখন আমার পড়াশুনা শেষ এছাড়াও এখনো পর্যন্ত যুদ্ধ করতে হচ্ছে কারন এই ফটোগ্রাফি পেশাটি বাংলাদেশে তেমন স্বীকৃত নয় ।
এই প্রতিযোগিতার বিচারক ছিলেন ৫ জন আন্তর্জাতিক ফটোগ্রাফার ও আমাদের দেশের ৪ জন সুনামধন্য ফটোগ্রাফার ।
এছাড়াও তিনি আরও বলেন আমি চেষ্টা করছি এই ফটোগ্রাফি পেশা কে ভালো পেশা হিসাবে স্বীকৃত করার জন্য এবং সাধারণ মানুষ যেন ওয়েডিং ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে পারে সে জন্য কাজ করে যাচ্ছি
তিনি ধন্যবাদ জানান তাদের সকল ক্লাইন্ট এবং শুভাকাঙ্খীদের তারা না থাকলে আমাদের আজকের এই সাফল্য সম্ভব ছিল না । সকলের কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে কুষ্টিয়ার হয়ে আরও গৌরব অর্জন করতে পারি ।
Leave a Reply