October 30, 2024, 10:16 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শ্যালোইঞ্জিন চালিত ৩ টি আলমসাধু। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র শ্রেণির মানুষ নসিমন, করিমন, আলমসাধু, পাখিভ্যান ইত্যাদি যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। সম্প্রতি প্রায়ই শোনা যাচ্ছিল যে, সহজ-সরল এসব মানুষদের কাছ থেকে খুব কৌশলে একশ্রেণির দুর্বৃত্ত ওইসব যানবাহনগুলো চুরি ছিনতাই করে নিচ্ছে। অপরাধীরা এ ধরণের ঘটনা ঘটাতে চলতি বছরে একটি ঘটনায় খুন পর্যন্ত করেছে। পরে এই অপরাধ চক্রকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬ টার দিকে জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শ্যালোইঞ্জিন চালিত ৩ টি আলমসাধু। গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আশরাফ আলীর ছেলে বাশি মিয়া (৩৫) ও একই উপজেলার পারকৃঞ্চপুর গ্রামের শ্রী সুধির প্রমাণিকের ছেলে শ্রী খোকন প্রামাণিক (৩৫) এবং জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিম উদ্দীন (৩৫)। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। তাদের গ্রেফতারের পর আইনের আওতায় আনা হবে।
Leave a Reply