December 24, 2024, 7:28 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২০ শতাংশ।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম।
তিনি জানান, গেল রাতে ৩৩২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ৬৯ জন করোনা শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ২১৯ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১০৪ জন ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৭৮৩ জন।
Leave a Reply