January 8, 2025, 9:08 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় তোজো আহমেদ (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পাড়ায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত তোজো আহমেদ একই এলাকার বিশারত আলীর ছেলে। সে ওই এলাকার মারকাজুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল তোজো। এসময় চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরের অভিমুখে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় তোজো। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, তোজোর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে সে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মৃতদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply