January 9, 2025, 1:47 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিস লাইনের সংযোগ মেরামত করতে বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম আলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আলী একই গ্রামের শুকুর আলীর একমাত্র ছেলে ও কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিহত সিয়ামের বাবা শুকুর আলী জানান, বাড়ির ডিস লাইনে সমস্যা করছিল। সিয়াম টেলিভিশন থেকে ওই তার বের করে মেরামত করছিল। পরে আবার টেলিভিশনের নির্দিষ্ট স্থানে ডিস লাইনের সংযোগ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় সিয়াম।
তিনি আরও জানান, সিয়াম আমার একমাত্র ছেলে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্কুল বন্ধ থাকায় টেলিভিশনে কার্টুন দেখে সময় কাটতো তার।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়েছে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Leave a Reply