December 22, 2024, 2:07 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*//
করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের সেবায় বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে কুষ্টিয়ার সামাজিক সংগঠন ভালোবাসার কুষ্টিয়া। সংগঠনটির পক্ষ থেকে সনসচেতনতা বৃদ্ধি, হ্যান্ডবিল, সাবান মাস্ক বিতরণ, মাইকিংসহ দুস্থ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আসছে সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ফয়সাল বলেন কুষ্টিয়া প্রতিটি উপজেলাতে তাদের এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি ভালোবাসার কুষ্টিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সহযোগিতার জন্য।
এছাড়াও তিনি সামনের দিনগুলোতে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার নেতৃত্বে কুষ্টিয়া জেলা প্রশাসনের ইমারজেন্সী করোনা রেসপন্স টীমের সাথে করোনা পরিস্থিতির শেষ হওয়া অবধি কাজ করার অঙ্গীকার করেন।
২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই কুষ্টিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে ভালোবাসার কুষ্টিয়া বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply