হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানো হবে। খোকসার রোগীদেরকে পার্মানেন্ট চিকিৎসার জন্য অক্সিজেন প্রয়োজনে বাইরে আর যেতে হবে না। আর এজন্য যে অর্থের প্রয়োজন সেটা (এডিবির অর্থ) ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা প্রশাসন ও এমপির অর্থায়নে নির্মাণ করার জন্য আমি আজকে এই মিটিংয়ে ঘোষণা দিচ্ছি। সোমবার(১৯ জুলাই) সকালে খোকসা উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির দায়িত্বে কুষ্টিয়া -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে এর সকল দায়ভার আমারা জনপ্রতিনিধিদের নিতে হবে। সেজন্যই সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি বানাতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। স্বাস্থ্যবিধি মানতে মাস্ক পরিধান করে চলাচলের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল হাসপাতালের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরে ব্যবস্থাপনা কমিটির সভায় অবহিত করেন। নির্বাহি উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান, কমিটির সদস্য আবুল কালাম,হাসপাতালের আরএমও ডাক্তার প্রেমাংশু বিশ্বাস প্রমুখও।
এ সময় হাসপাতালের বিভিন্ন বিষয়ে সরকারের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রুগীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য ডাক্তারদের নির্দেশনা প্রদান করেন। পরে উপজেলার কোভিট টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। এসময় লাইনে দাড়িয়ে থাকা টিকা নিতে আসা ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, টিকা নিলেও নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করবেন।
পরে বেলা ১২ টার সময় হাসপাতাল ত্যাগ করেন।
Leave a Reply