December 26, 2024, 11:32 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেছে। সারা দেশে মৃত্যু ছাড়িয়েছে ১৭ হাজার। এককভাবে কুলনা বিভাগে মৃত্যুর হার ১১.৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ পর্যন্ত মোট মৃত ১৭ হাজার ৫২ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে ৮ হাজার ৩০৯ জন (৪৮ দশমিক ৭৩ শতাংশ) করোনা রোগীর মৃত্যু হয়। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ১০৬ জন (১৮ দশমিক ২১ শতাংশ), রাজশাহী বিভাগে ১ হাজার ৩১২ জন (৭ দশমিক ৬৯ শতাংশ), বরিশাল বিভাগে ৫০৬ জন (২ দশমিক ৯৭ শতাংশ), সিলেট বিভাগে ৬০৪ জন (৩ দশমিক ৫৪ শতাংশ), রংপুর বিভাগে ৭৯৯ জন (৪ দশমিক ৬৯ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৪০৮ জন (২ দশমিক ৩৯ শতাংশ) রোগীর মৃত্যু হয়।
দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
Leave a Reply