December 25, 2024, 10:42 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা ও জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ (বুধবার) হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। হানিফ এ হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পু্লশি সুপার খাইরুল আলম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ’র সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
এসময় কুষ্টিয়ার সার্বিক করোনা পরিস্থিতি ও জেলার চিকিৎসা ব্যবস্থাপনা সম্বন্ধে তিনি সম্যক অবগত হন।
মাহবুবউল আলম হানিফ তার বক্তৃতায় চিকিৎসার ত্রæটির কারনে যেন কোন করোনা রোগী মারা না যান সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। করোনা রোগীকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার প্রতি জোর দেন তিনি। মানুষকে আরো সচেতন করার প্রতি তিনি গুরুত্ব দেন।
তিনি জেলা প্রশাসনকে জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী এই বোধ সাধারন মানুষের মাঝে সৃষ্টি করার জন্য পদক্ষেপ গ্রহনের আহবান জানান। তিনি বলেন সরকারের সকল সহযোগীতা প্রসারিত।
তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সকল পদক্ষেপ গ্রহন করেছেন।
Leave a Reply