December 22, 2024, 9:30 pm
জাহিদুজ্জামান/
পরকীয়া প্রেমের অভিযোগে এবার কুষ্টিয়ার মিরপুরে এক যুবককে বেতের ৩০ ঘা দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার। ঘটনাটি মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ঝুটিয়াডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামকে (২৫) ৩০টি বেত্রাঘাত করা হচ্ছে। স্থানীয়রা জানান, বেত্রাঘাত করেন মালিহাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য নওয়াব আলী। বেত্রাঘাত মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করেন দেন স্থানীয়রা। পুলিশ বলছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটলেও ফেসবুকে ভিডিও ভাইরাল হলে আজ প্রকাশ হয়। এরপরই ওই মেম্বারসহ সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস বলেন বেত্রাঘাতের শিকার যুবক সাইফুল ইসলাম আত্মগোপনে আছেন। তিনি থানায় আসলেই সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে। সাইফুলের সঙ্গে কথা হয়েছে থানায় আসবেন বলে জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবকের সঙ্গে একই এলাকার এক গৃহবধুর (২২) সাথে দীর্ঘ দিন পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য শালিশ বৈঠকের পর যুবককে তিন হাজার টাকা জরিমানা ও মোটা বেত দিয়ে ৩০ টি বেত্রাঘাত করার সিন্ধান্ত হয়। পরে জনসম্মুখে বেত্রাঘাত করেন ইউনিয়ন পরিষদ মেম্বার। বেতের ঘায়ে যুবক মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে
Leave a Reply