December 25, 2024, 10:33 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনার অব্যাহত প্রার্দূভাবের প্রেক্ষাপটে চলমান স্বাস্থ্য সেবা আরো নির্বিঘ্ন করতে সহায়তার হাত বাড়িয়ে আক্রান্তদের সেবায় অংশ গ্রহন করলো কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচ।
এই ব্যাচের উদ্যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের কাছে এই সব ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয়। ১৯৮৩ ব্যাচের পক্ষ ঔষধ সামগ্রী গুলো হস্তান্তর করেন মোঃ আলফাজ উদ্দীন শেখ তুহিন- ডিডি,মৎস ঝিনাইদহ, এ কে এম সামসুল হক সহযোগী অধ্যাপক হিসাববিজ্ঞান কুষ্টিয়া সরকারি কলেজ ও মোঃ শোভন বিশিষ্ট ব্যবসায়ী।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার,কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মোমেন সহ হাসপাতালের বিভিন্ন ডাক্তারগণ।
কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেন করোনার শুরু থেকে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। করোনাকালীন এ সেবা সহায়তা অব্যাহত থাকবে বলে তারা জানান।
Leave a Reply