দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-৪ (খোকসা,কুমারখালী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
তিনি আরো জানান, সাংসদ ও খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার এবং খোকসা উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত ওখেবর নিচ্ছেন। এখন পর্যন্ত খোকসা উপজেলা হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে।
তিনি জানান আরো যদি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় তাহলে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
Leave a Reply