হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ১৫ জন পজিটিভ এবং গত কয়েকদিনের ঢাকায় পাঠানো পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ১৯ জন পজিটিভ হয়েছে৷ এ নিয়ে একদিনে ৩৪ জন নতুন করোনা রোগি শনাক্ত হলো যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল জানান, উপজেলায় এপর্যন্ত মোট করোনা রোগি- ৪৬৯ জন। সুস্থ হয়েছে – ২১৩ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে আছেন ৮ জন। হোম আইসোলেশন – ২৩২ জন।
উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৬ জন।
এদিকে মহামারির করোনা ভাইরাস উপজেলা তথা জেলায় অতিমারি হিসাবে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।
অপরদিকে স্বাস্থ্য বিধি মানাতে সরকারের লকডাউন কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানান হয়েছে। রয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, সেনা-পুলিশ আনসার ভিডিপি ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনীর বিশেষ অভিযান।
সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বাহির হতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মানতে হবে। এর ব্যত্যয় হলেই গুনতে হবে অর্থদণ্ড বা কারাদণ্ড।
Leave a Reply