December 26, 2024, 12:13 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২২১টি নমুনা পরীক্ষায় ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ২ জন।
সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘন্টায় মারা যান ১৭। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬৯ শতাংশ। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরো ৬ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১০ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জন সোমবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা শ্বাস কষ্ট ও কাশিতে আক্রান্ত ছিলেন বলে তাপস কুমার সরকার জানান।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬২ জন। আগের দিন ছিলেন ২৫৯ জন। তার আগের দিন ছিলেন ২৬৫ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ২৭৪৮ জন। আগের দিন ছিলেন ২৪৩৯ জন। তার আগের ছিলেন ২২২৮ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ১১৮ জন এবং মারা গেছেন ২৬২ জন।
Leave a Reply