January 10, 2025, 10:55 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/
সারাদেশে চলছে কঠোর লকডাউন। সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাতেও কঠোর লকডাউন বাস্তবায়িত হচ্ছে খাবারের দোকান,হোটেল-রেস্তোঁরা বন্ধ থাকায় খাবার সংকটে দিন যাচ্ছে ঝিনাইদহের হাসপাতাল ক্লিনিকে ভর্তি থাকা রোগীর স্বজনদের। এখন তাদের ভরসা রেড ক্রিসেন্টের রান্না করা খাবার।
গত ১ জুলাই থেকে রান্না করা খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিদিন শহরের ভাসমান ও হাসপাতাল ক্লিনিকে ভর্তি থাকার রোগীর স্বজনদের মধ্যে ৩০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।মাসব্যাপী এই খাবার বিতরণ করা হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট ঝিনাইদহ শাখার সেক্রেটারী জে এম রাশীদুল আলম রশীদ জানান,লকডাউনে খাবারের দোকান,হোটেল-রেস্তোঁরা বন্ধ থাকায় হাসপাতাল ক্লিনিকে ভর্তি হওয়া রোগীর সাথে স্বজনরা খাবার কষ্টে আছে। অনেকের বাড়ি থেকে খাবার আনলেও প্রত্যেকের পক্ষে সম্ভব হচ্ছে না
। আমরা সেই সমস্ত মানুষের মধ্যে প্রতিদিন খাবার বিতরণ করছি। শহরে লোকজন না থাকায় কষ্টে আছে নিম্ন আয়ের মানুষেরা। আমরা প্রতিদিন ভাসমান মানুষদেরও খাবার দিচ্ছি। প্রতিদিন ইজিবাইক-রিকশায় খাবার নিয়ে আমাদের স্বে”ছাসেবকরা খাবার বিতরণ করছে।
Leave a Reply