December 22, 2024, 11:12 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
ঘোণিত লকডাউনে সারা বিশ্ব। প্রভাব পড়ছে অনেক কিছুতে। এবারের গবেষণা হয়ে গেল লকডাউনে মাতৃত্ব পরিস্থিতি নিয়ে। গবেষণায় উঠে এলো অল্প ও মধ্য আয়ের দেশগুলিতে অনিচ্ছাকৃত মাতৃত্বের হার বেড়ে গেছে। এর পরিমান নেহয়েত কম নয়। ইতোমধ্যে তা প্রায় ৭০ লক্ষ ছাড়িয়েছে।
এইসব দেশগুলিতে গর্ভনিরোধক (‘কন্ট্রাসেপ্টিভ’) পাওয়া যাচ্ছে না। এর ফলে, অল্প ও মধ্য আয়ের দেশগুলির অন্তত ৪ কোটি ৭০ লক্ষ মহিলা ওই সব অত্যাধুনিক গর্ভনিরোধক ব্যবহার করতে পারছেন না। জাতিসংঘের পপুলেশান ফান্ড (‘ইউএনএফপিএ’) ও তার সহযোগী সংস্থাগুলির একটি সমীক্ষা এই উদ্বেগের কথা শুনিয়েছে।
গবেষকরা বলছেন এ ঘটনা লিঙ্গ বৈষ্যম আরো প্রকট করে তুলবে।
সমীক্ষা জানিয়েছে, কোভিড-১৯-এর সংক্রমণ রোখার জন্য বিশ্ব জুড়ে যে লকডাউন চলছে দীর্ঘ দিন ধরে, তার যথেষ্টই প্রভাব পড়বে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে। শুধু তাই নয়, এই লকডাউন মহিলাদের ‘জেনিটাল মিউটিলেশন’ (অর্থাৎ, অস্ত্রোপচার বা অন্য কোনও কারণে মহিলাদের যৌনাঙ্গের হানি) ও বাল্যবিবাহ রোখার কাজের গতিও অনেকটাই কমিয়ে দেবে। তার ফলে, আগামী দশকে আরও অন্তত ২০ লক্ষ মহিলার যৌনাঙ্গের হানির আশঙ্কা রয়েছে। আগামী ১০ বছরে বাল্যবিবাহের ঘটনা বাড়বে আরও অন্তত ১ কোটি ৩০ লক্ষ।
Leave a Reply