December 22, 2024, 10:11 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
শব্দের বদলে ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশ এখনকার যুগে বেশ পছন্দ অনেকেরই। কতোজন কতনাভাবে সেটা হরহামেশা প্রকাশ করে যাচ্ছেন। ইমোজি। ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে যা ছাড়া আমরা চলতেই পারি না।স্বচ্ছন্দেই এটা আরো বেশী করে যাচ্ছে নতুন প্রজন্ম।
সেই চাহিদার কথা মাথায় রেখেই প্রতিবছর নতুন নতুন ইমোজি বাজারে নিয়ে আসে ‘ইউনিকোড কনসর্টিয়াম’। এই সংস্থাটি নতুন ইমোজি বাজারে আনার ছাড়পত্র দেয়। তাই বছর বছর এর তালিকা বেড়েই চলেছে। চলতি বছরে ১১৭টি নতুন ইমোজি আনার কথা ঘোষণা করেছে ইউনিকোড কনসর্টিয়াম। যার মধ্যে ৬২টি সম্পূর্ণ নতুন। বাকি ৫৫টি পুরনোগুলির উন্নত সংস্করণ।
অনুমোদন পাওয়া ‘ইউনিকোড ইমোজি ১৩.০’ তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ সংযোজন হল, ট্রান্সজেন্ডারদের জন্য পতাকা ও প্রতীকের আলাদা ইমোজি। লিঙ্গ সাম্যের উপর বেশ কিছুদিন ধরেই ইমোজি আনার সুপারিশ করে আসছে গুগল। এবারে অন্যান্য লিঙ্গের প্রতিনিধিত্ব বাড়ানোর উপর জোর দিয়েছে তারা। আগে যেমনভাবে ত্বকের রং বদলের অপশন এসেছে ইমোজিতে বা পরিবারের ইমোজিতে এসেছে দু’জন বাবা বা দু’জন মায়ের উপস্থিতি। এবারও চমক দিয়েছে তারা। জড়িয়ে ধরা, লিঙ্গ নিরপেক্ষ টাক্সিডো ও বিয়ের পোশাক পরা ব্যক্তি, সান্তা ক্লজেরও লিঙ্গ নিরপেক্ষ ভার্সন নিয়ে এসেছে তারা। এছাড়া রয়েছে — বাবল টি, টামালেস, ফানডউয়ের মতো খাবার, ডোডো, ম্যামথ, সিল, বিভার (উভচর প্রাণী বিশেষ), কালো বিড়ালের মতো পশুর ইমোজি। চলতি বছরে আগস্ট মাস থেকেই অ্যান্ডয়েড স্মার্টফোনে এগুলি নিয়ে আসতে চলেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলি। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে আইওএস এবং ম্যাক অপারেটিং সিস্টেমে ইমোজিগুলি চলে আসার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply