December 22, 2024, 11:28 am
দৈনিক কুষ্টিয়া আন্তর্জাতিক ডেস্ক//*/
খুলে দেয়া হচ্ছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী। তথ্য, সৌদি গ্যাজেট।
পত্রিকাটি ঐ দু’টি মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সৌদিআসের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল গান ক্যামেরা বসানো হয়েছে মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে। যার মাধ্যমে এক সময়ে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিক শনাক্ত করা যাবে এবং তা ডিভাইসে তা প্রদর্শিত হবে।
সৌদি আরবে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পরই বন্ধ করে দেয়া হয় মুসলিমদের এ পবিত্র জায়গাটি। দেশটিতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার।
জনগণের স্বার্থে সৌদি সরকার দফায় দফায় লকডাউন, কারফিউয়ের সময়সীমা পরিবর্তন করলেও চেষ্টা করছে জনজীবন স্বাভাবিক রাখতে। তবে কতদিন এভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তা কাটেনি। ।
তবে ২৯ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সুপারশপসহ নিত্যপ্রয়োজনীয় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আর সরকার।
Leave a Reply