December 22, 2024, 2:52 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ শাখার উদ্যোগে মাসব্যাপী ভাসমান মানুষের মধ্যে মান সম্মত খাবার বিতরণের উদবোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিট কার্যালয়ে এই কার্যক্রমের উদবোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ঝিনাইদহ শাখার চেয়ারম্যান কনক কান্তি দাস,সেক্রেটারী জে এম রাশীদুল আলম রশীদ,প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল,রেড ক্রিসেন্টের কার্য নির্বাহী সদস্য রোকুনুজ্জামান রোকন,ইএলও অফিসার তাসলিমা বেগমসহ যুব ইউনিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেক্রেটারি জে এম রাশীদুল আলম রশীদ জানান, মাসব্যাপী ভাসমান ও অসহায় দরিদ্র মানুষদের মধ্যে প্রতিদিন ৩০০ প্যাকেট করে খাবার বিতরণ করা হবে। আমাদের স্বে”ছাসেবকরা শহরের বিভিন্ন অঞ্চলে প্যাকেট করা এই খাবার প্রতিদিন বিতরণ করবে। লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।বিশেষ করে দরিদ্র ভ্যান-রিকশা চালক,ক্ষুদ্র দোকানদাররা সমস্যা পড়েছে। তাদের কারণেই কার্যক্রম হাতে নিয়ে রেড ক্রিসেন্ট।
Leave a Reply