October 30, 2024, 10:15 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩২ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ ৪ জন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে তিন নারীসহ মারা গেছেন ৯ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, সোমবার রাতে ৩০৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ৯৯ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তকৃত ৯৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, দামুড়হুদার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১৩ জন ও জীবননগর উপজেলার ৩৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৬ জন। সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে জেলায় করোনা সক্রিয় রোগী রয়েছে ৯৯২ জন। এর মধ্যে ৬১ জন সদর হাসপাতালে ও ৯৩১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও অর্ধশতাধীক রোগী চিকিৎসাধীন রয়েছেন সদর হাসপাতালের হলুদ জোনে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা করোনা শনাক্ত ও মৃত্যুর হার দিনদিন বেড়েই চলেছে। এমতাবস্থায় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Leave a Reply