December 22, 2024, 7:07 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া মিরাজুল ইসলাম (৫৪ )নামে এক ভুয়া ডাক্তার কে গ্রেফতার করেছে র্যাব । সে সদর থানাধীন চৌড়হাস এলাকার মৃত -নুর মোহাম্মদ এর ছেলে
শনিবার (২৬ জুন) দুপুরে কুষ্টিয়া শহরের ফুলতলা এলাকায় মিরাজুল ইসলাম এর সজিব মেডিকেল হলে অভিযান পরিচালনা করে র্যাব। সেখান থেকে ভূয়া প্রেসক্রিপশন-১০০ পাতা সহ আসামী মিরাজুল ইসলাম কে আটক করে
জানা যায় বিডিএমসিতে নিবন্ধন না করে নিজের নামে ডাক্তার ব্যবহার করে এবং প্রতারণা করে আসছি।
কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply