October 30, 2024, 10:14 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে ১৮ জুন সর্বোচ্চো ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে এই মৃত্যুর সংখ্যা ছিল ২০। শনাক্ত ছিল ৯১৭ জন।
শুক্রবার (২৫ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বো”চ সাতজন মারা গেছেন। অন্যদিকে খুলনায় পাঁচজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।
বিভাগের ১০ জেলায় ২৫ জুন সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সু¯’ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৩২ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ২৬০ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৬১ জনের। মারা গেছেন ২৩৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৯ জন।
খুলনার পরেই রয়েছে কুষ্টিয়া। এ জেলায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১১১ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১৩৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৯১২ জন। এ সময় মারা গেছে ১৮০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২২২ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৭ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৮ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৭৭ জন এবং মারা গেছে ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৩২ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৭০ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৭২০ জনের। এ সময় মারা গেছেন ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৩৮ জনের। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৫২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৬১ জন। মোট মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৯ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৫ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৬ জনের। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৫ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৯ জনের। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৯০ জন। এ সময় মারা গেছেন ৮০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩৯ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৬ জন। এর আগের ২৪ ঘন্টায় এই সখ্যঅ ছিল ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৩ জন। এ সময় মারা গেছেন ৮২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪৫ জন। এর আগের ২৪ ঘন্টায় এই সখ্যঅ ছিল ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪০ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩৯ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান সীমান্তবর্তী জেলা থাকায় এ বিভাগ অসুবিধাজনক অবস্থায় রয়েছে। যেটা সকলেই কমবেশী অবগত। বিভাগের সকল জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মিলে নানাভাবে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply