December 23, 2024, 5:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জেলা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে সোমবার বিকেল ৪টার দিকে তাকে ভর্তি করা হয়। এরপর সেখানে করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
প্রিন্স নামের ওই শিশুকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশু প্রিন্স কুষ্টিয়া শহরের বড় স্টেশন এলাকার ব্যবসায়ী মো. আকাশের ছেলে।
আকাশ জানান, দেড় মাসের সন্তান প্রিন্স কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে করোনা পজিটিভ আসলে তাকে করোনা ওয়ার্ডে নেয়া হয়।
করোনা ওয়ার্ডের চিকিৎসক ইফতেখার হাসান জানান, দেড় মাসের শিশুর করোনা সংক্রমণের ঘটনা কুষ্টিয়ায় এই প্রথম। শিশুটির জ্বর ও সর্দি আছে। এর বাইরে কোনো জটিল উপসর্গ নেই।শিশু সন্তান প্রিন্স এর সঙ্গে তার মা ও দাদি আছে।
এর আগে গত ১১ জুন নেত্রকোণায় চার বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়।
এ ছাড়া চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ এপ্রিল দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল।
Leave a Reply