December 22, 2024, 11:36 am
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//*/
লকডাউন পর্বেই তাঁর প্রেগন্যান্সির জীবন কাটাচ্ছেন কোয়েল। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, নতুন অতিথি আসবে নিসপাল সিংহ রানে আর কোয়েলের জীবনে।
কোয়েলের মা হওয়া নিয়ে যাতে কোনও জল্পনা না রটে তার জন্য নিজেই ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন নায়িকা। জানিয়েছিলেন মা হওয়ার খবর। সে দিন মেরুন কাফতান আর নেকপিসেও মোহময়ী কোয়েল। ছবি পোস্ট হতেই নেটাগরিকদের বিস্ময় আর শুভেচ্ছার ঢল নেমেছিল। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে অভিনেতা আবির মুখোপাধ্যায় থেকে গায়ক অনুপম রায়, সকলেই লাইক করেছিলেন কোয়েলের এই মা হওয়া নতুন লুকের ছবি।
সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে কোয়েল শেয়ার করেছেন ছোটবেলার একটি ছবি৷ যেখানে তিনি বসে রয়েছেন শাড়ি পরে৷ কোয়েল লিখেছেন, তখন তিনি ক্লাস ফাইভে পড়েন৷ দিনটি ছিল সরস্বতী পুজোর।ভবানীপুরের বাড়ির বারান্দায় শাড়ি পরে ছবি তুলেছিলেন কোয়েল৷
করোনার সব খবর তাঁর নজরে। চিন্তা করছেন দিনমজুর থেকে শ্রমিকের গ্রাসাচ্ছাদনের কথা। নিয়ম মেনে যোগাসন, প্রেগন্যান্সির বই পড়া, গান শোনা, পরিবারের সকলের সঙ্গে সময় কাটাচ্ছেন কোয়েল।
নিজের ইমিউনিটির সঙ্গে সঙ্গে দেশের মানুষের করোনা যুদ্ধ নিয়ে বলতে গিয়ে আনন্দবাজার ডিজিটালকে বলেছিলেন তিনি, “এখন যে প্রশ্ন সবচেয়ে জরুরি তা হল ইমিউনিটি। বার বার এই শব্দ উঠে আসছে। কিন্তু রিকশাচালক, দিন আনি দিন খাই মজুরের ইমিউনিটি কী করে হবে? তাঁরা তো খেতেই পাবেন না! আর ভাবতে পারছি না…”
জন্মদিনে কোথাও যাওয়া বা কেউ আসার প্রশ্ন নেই এ বার। মা-বাবার সঙ্গেও রোজের নিয়মে কথা বলেছেন হোয়াটসঅ্যাপ কলে।
Leave a Reply