December 23, 2024, 2:24 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ১৩ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বিষয়টি।
তিনি জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আটজন ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। শুক্রবার (১৮ জুন) রাত ৮টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৪৯ জনে দাঁড়াল।
২৪ ঘন্টার ব্যবধানে খুলনা বিভাগের ১০ জেলাতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।
এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ত্যু ঘটেছে ৪ জনের। শনাক্ত হয়েছে ১১২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্দের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। নতুন শনাক্ত ১১২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৫ জন, দৌলতপুরের পাঁচজন, কুমারখালীর ১৬ জন, ভেড়ামারার আটজন, মিরপুরের চারজন ও খোকসার চারজন রয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন আনেয়ারুল ইসলাম জানিয়েছেন (শনিবার) ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১০২ জন। গত ২৪ ঘন্টায় ছিলেন ৭৯ জন । এর আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৮৯ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭০ জন।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোম আইসোলেশনে আছেন ৯৬৪। গত ২৪ ঘস্টায় ছিলেন ৮৯৭ জন। আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭৬৮ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ছয় হাজার ১৭৫। মারা গেছেন ১৪৪ জন।
লকডাউন
এদিকে কুষ্টিয়া পৌর এলাকায় শনিবার থেকে আরো ৭ দিনের লকডাউন বর্ধিত করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ মর্মে গত রাকে একটি নোটিশ ইস্যু করেচেন।। তিনি জানান করোনা অব্যাহত উর্ধŸমুখী প্রবনার কারনে লকডাউন বাড়ানো হলো।
এর আগে গত ১১ জুন-১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক।
কুষ্টিয়াতে মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকায় লকডাউন চলছে।
Leave a Reply